ভোটার স্থানান্তর হতে প্রয়োজনীয় দলিলাদি
০১। নিজ এনআইডি কার্ডের কপি।
০২। চৌকিদারী ট্যাক্স কপি।
০৩। বিদ্যুৎ বিলের কপি।
০৪। নাগরিকত্ব সনদ।
০৫। যাহার নামে ট্যাক্স/বিদ্যুৎ বিলের কপি তাহার এনআইডি কপি।
০৬। স্থানান্তর ফরমের সনাক্তকারী স্থানে নিজ এলাকার মেয়র/চেয়ারম্যান/কাউন্সিলর/মেম্বার এর সীল এবং স্বাক্ষর।
*আবেদনকারীকে স্ব-শরীরে উপস্থিত হয়ে নিজ ফরম জমা দিতে হবে।*
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস